ম্যালওয়্যারের মাধ্যমে হাতিয়ে নিতো এটিএম বুথের টাকা

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ২৪ জুন ২০২০, ২৩:২৮

চট্টগ্রামে পূবালী ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা চুরির ঘটনায় মূলহোতাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের থেকে অস্ত্রসহ জালিয়াতির বেশকিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে নগরীর আগ্রাবাদের মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- মেহেরপুর জেলার গাংনি থানার হেমায়েতপুর এলাকার ইয়াছ উদ্দিন বিশ্বাসের ছেলে মোহাম্মদ শরীফুল ইসলাম ও রাউজান থানার নোয়াপাড়া এলাকার হাজী মোহাম্মদ হোসেনের ছেলে মোহাম্মদ মহিউদ্দিন মনির। বুধবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সিএমপির উপ-কমিশনার (পশ্চিম) ফারুক উল হক।

তিনি জানান, চট্টগ্রামে জালিয়াতির মাধ্যমে পূবালী ব্যাংকের দুটি এটিএম বুথ থেকে টাকা উত্তোলনের ঘটনায় মূলহোতাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের থেকে একটি দেশীয় এলজি, একটি ফোল্ডিং টিপ ছুরি, এটিএম ডেভিট ও ক্রেডিট কার্ড ক্লোনিং মেশিন, বেশকিছু সংখ্যক ক্লোন করার এটিএম কার্ড, পেনড্রাইভসহ ইউএসবি হাবপোর্ট, এটিএম মেশিন খোলার চাবি, বেশকিছু সংখ্যক এটিএম ডেভিড ও ক্রেডিট কার্ড উদ্ধার করা হয়। 

তিনি আরো জানান, নির্দিষ্ট কিছু এটিএম বুথকে টার্গেট করে অনলাইন থেকে ওইসব এটিএম বুথের মেশিনের ‘ডিজিটাল কি’ উৎপন্নে সক্ষম ম্যালওয়্যার সংগ্রহ করতো তারা।

এরপর পেনড্রাইভ ঢুকিয়ে ম্যালওয়্যারটি এটিএম মেশিনে প্রবেশের মাধ্যমে মেশিন নিয়ন্ত্রণে নিয়ে হাতিয়ে নিতো টাকা
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us