You have reached your daily news limit

Please log in to continue


নিষেধাজ্ঞা শিথিলের পর রাতে এমিরেটসের প্রথম ফ্লাইট

করােনাভাইরাসের কারণে ফ্লাইট চলাচল বন্ধ থাকার পর প্রথমবারের মতো বাংলাদেশে সিডিউল ফ্লাইট পরিচালনা করছে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক এয়ারলাইনস এমিরেটস। ২১ জুন থেকে তাদের ফ্লাইট চালানোর অনুমতি দেয় বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। তবে ৩ দিন সময় নিয়ে ২৪ জুন থেকেই বাংলাদেশে ফ্লাইট চলাচল শুরু করছে তারা। এমিরেটস বাংলাদেশ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছে। এমিরেটস জানায়, বুধবার রাত ১১টা ২০ মিনিটে দুবাই থেকে ছেড়ে আসা ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। বুধবার মধ্যরাত ১টা ৪০ মিনিটে (বৃহস্পতিবার) দুবাইয়ের উদ্দেশ্যে ফ্লাইটটি ঢাকা ছাড়বে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানিয়েছে, বেবিচকের নির্দেশনা অনুযায়ী আগতদের হেলথ সার্টিফিকেট দেখে দেশে প্রবেশ করত দেয়া হবে। পাশাপাশি দেয়া হবে ১৪ দিনের কোয়ারান্টাইনের নির্দেশ। আগতরা নিয়মের ব্যত্যয় ঘটালে তাদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হবে। ১৯ জুন থেকে ফ্লাইট চালানোর অনুমতি পায় এমিরেটস। দুবাইয়ে বাংলাদেশি প্রবেশে নিষেধাজ্ঞার কারণে এই রুটে শুধুমাত্র ট্রানজিট যাত্রীদের নেবে তারা। তবে সেদেশের নাগরিকরা দুবাইয়ে প্রবেশ করতে পারবে। এর আগে বাংলাদেশ থেকে ফ্লাইট চলাচল চালুর জন্য অনুমতি চেয়ে বেবিচককে চিঠি দেয় এমিরেটস, এয়ার এরাবিয়া, ফ্লাই দুবাই, টার্কিশ এয়ারলাইনস ও মালিন্দো এয়ার। এর আগে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত ২১ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত যুক্তরাজ্য, চীন, হংকং, থাইল্যান্ড ছাড়া সব দেশের সঙ্গে এবং অভ্যন্তরণীণ রুটে যাত্রীবাহী ফ্লাইট চলাচল বন্ধের ঘোষণা দিয়েছিল বেবিচক। এরপর আরেকটি আদেশে চীন বাদে সব দেশের সাথে ৭ এপ্রিল পর্যন্ত বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। এই নিষেধাজ্ঞা সরকারি সাধারণ ছুটির সাথে সমন্বয় করে পর্যায়ক্রমে ১৪ এপ্রিল, ৩০ এপ্রিল, ৭ মে, ১৬ মে, ৩০ মে এবং ১৫ জুন পর্যন্ত বাড়ানো হয়। ১৬ জুন থেকে ঢাকা থেকে লন্ডন রুটে এবং কাতার রুটে ফ্লাইট চলাচল করার অনুমতি দেয় বেবিচক। এআর/এসএইচএস/এমকেএইচ
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন