‘মাফিয়ারা তো শিল্পীদের পিঁপড়ের মতো পিষে দেন’

পূর্ব পশ্চিম প্রকাশিত: ২৪ জুন ২০২০, ০৩:২৭

মোনালি ঠাকুর অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর কারণ হিসেবে বলিউডে স্বজনপোষণকে দায়ী করছেন নেটিজেনরা। ঘটনার পর থেকেই তারা সরব হয়েছেন এবং দাবি তুলেছেন স্বজনপোষণকে বলিউড থেকে দূরে সরাতে হবে। উসকে উঠেছে স্বজনপোষণ বিতর্ক। এই ডামাডোলের মধ্যেই সোনু নিগম বোমা ফাটিয়েছিলেন। জানিয়েছিলেন ফিল্ম ইন্ডাস্ট্রির মতো মিউজিক ইন্ডাস্ট্রিতেও মাফিয়া রাজ চলে। টি-সিরিজ ও আর একটি কোম্পানির দিকে সরাসরি আঙুল তুলেছেন তিনি। এবার সোনু নিগমকে সমর্থন করলেন গায়িকা মোনালি ঠাকুরও। তিনি জানিয়েছেন, তিনি নিজেও এর শিকার হয়েছেন।

মোনালি জানিয়েছেন, মিউজিক ইন্ডাস্ট্রিতে মাফিয়া রয়েছে। সেখানে কেউ তাদের মুখের উপর কথা বলতে পারে না। ইন্ডাস্ট্রিতে যে পরিবেশে কাজ হয়, তা তার পছন্দ নয়। আর সেই কারণেই বলিউডের ছবিতে গান গাওয়ার চেষ্টা ত্যাগ করেছেন তিনি। ওই সিস্টেম থেকে নিজেকে বিচ্ছিন্ন করে রেখেছেন বলেই তিনি মানসিকভাবে ভালো আছেন বলে জানিয়েছেন মোনালি। তিনি এও বলেছেন, এই ইন্ডাস্ট্রিতে শিল্পীরা তাদের কাজের জন্য বেতন পান না। ইন্ডাস্ট্রির কিছু লোক শুধু তাদের কাছের মানুষদেরই প্রোমোট করেন। তারা যদি সাধারণ মানের হন, তাও।

শিল্পীরা তাদের মর্যাদা পান না। গায়ক-গায়িকাদের মতো অনেক সুরকার, গীতিকারকেও এই সমস্যা সম্মুখীন হতে হয় বলে জানান মোনালি। বলেন, মাফিয়ারা তো শিল্পীদের ‘পিঁপড়ের মতো পিষে দেন’। তিনি একটি উদাহরণ দিয়ে বলেছেন যে, কেউ যদি কোনো কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হয় তবে তার আয়ের ৮০% বা ৫০% তাদের দিতে হবে।

শুধু তাই নয়, ওই শিল্পীদের স্বত্বও ছিনিয়ে নেওয়া হয় বলে দাবি করেছেন এই গায়িকা। মোনালি বলেছেন যে বলিউডের গানের জন্য কোনো শিল্পীই বেতন পান না। তাদের তা বলারও কোনো অধিকার থাকে না। যদি কেউ সিঙ্গল অ্যালবাম প্রকাশ করেন, তাহলেও তার স্বত্ব কেড়ে নেওয়া হয়। সমস্ত শিল্পীই লাইভ কনসার্ট থেকে আয় করেন বলে জানান মোনালি। অবশ্য মোনালি একা নন। এ কথা বহুদিন আগে বলেছিলেন নেহা কক্কর। তিনিও বলেছিলেন, অনেক শিল্পী বলিউড ছবির প্লেব্যাক করে টাকা পান না। এবার মোনালিও সেই একই কথা বললেন।

কিছুদিন আগে একটি ভিডিওয় সোনু নিগম বলেন, ফিল্ম ইন্ডাস্ট্রিতে তো স্বজনপোষণ রয়েছেই। কিন্তু মিউজিক মাফিয়াদের ক্ষমতা এখানে আরও বেশি। ব্যবসা অবশ্যই দরকার। সবার মনে হয়, আমি রাজত্ব করব। তিনি নিজেকে ভাগ্যবান মনে করেন কারণ, অনেক কম বয়সে অনেক আগে ইন্ডাস্ট্রিতে এসেছেন। ফলে এসব থেকে তিনি বেরিয়ে গিয়েছেন। কিন্তু যারা নতুন আসছেন, তাঁদের পক্ষে পরিস্থিতি বেশ কঠিন। ওরা হতাশ হয়ে পড়ছেন। সোনুর বক্তব্য, ইন্ডাস্ট্রিতে দু’টো সংগীত কোম্পানি গানের জগতের সব সিদ্ধান্ত নিয়ে থাকে। বাকিদের কোনো কথা চলে না। এরপরই নাম না করে সালমানের বিরুদ্ধে তোপ দাগেন তিনি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us