বিতর্কের মুখে ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম ‘বিঞ্জ’ থেকে ‘বুমেরাং’ ও ‘সদরঘাটের টাইগার’ ওয়েব সিরিজ সরিয়ে নেওয়া হয়েছে।
এর মধ্যে ওয়াহিদ তারেকের ‘বুমেরাং’ সিরিজের দুইটি পর্ব ও সুমন আনোয়ারের ‘সদরঘাটের টাইগার’ সিরিজের সব পর্ব সরিয়ে নেওয়া হয়েছে বলে গ্লিটজকে জানান ‘বিঞ্জ’র মালিকানা প্রতিষ্ঠান রেডডট ডিজিটাল লিমিটেডের বিপণন প্রধান নূর ঈ তাজরিয়ান খান।সেই সঙ্গে শিহাব শাহীনের পরিচালনায় ‘আগস্ট ১৪’র কয়েকটি পর্ব সম্পাদনা করা হয়েছে বলেও জানান তিনি।কী কারণে ওয়েব সিরিজগুলো তুলে নেওয়া হলো?-এমন প্রশ্নের জিজ্ঞাসায় তিনি জানান, তারা বুঝতে পেরেছেন যে, সেই কনটেন্টগুলো সব দর্শকের উপযোগী নয়।
ই-মেইল বার্তায় তিনি গ্লিটজকে বলেন, “কনটেন্টগুলো পাইরেসির মাধ্যমে ওপেন ওটিটি প্লাটফর্মে (ইউটিউব) চলে আসায় অনাকাঙ্ক্ষিত বিতর্কের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে দর্শকের আবেগকে সম্মান জানিয়ে আমরা সাময়িকভাবে কনটেন্টগুলো আমাদের প্লাটফর্মে না রাখার সিদ্ধান্ত নিয়েছি।“তিনটি ওয়েব সিরিজের ‘যৌন দৃশ্য’ নিয়ে দর্শকদের সঙ্গে ওয়েব সিরিজের চরিত্র বিশ্লেষণে পক্ষে-বিপক্ষে যুক্তি-তর্কে শামিল হয়েছিলেন নির্মাতারাও।মোরশেদুল ইসলাম, অমিতাভ রেজা, অনিমেষ আইচসহ ১১৭ নির্মাতা ওয়েব সিরিজের পক্ষে নিজেদের অবস্থান জানিয়ে গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন।