মুজিববর্ষের সকল কর্মকাণ্ড আমরা করোনার জন্য স্থগিত করেছি: প্রধানমন্ত্রী

সময় টিভি প্রকাশিত: ২৩ জুন ২০২০, ১২:৪৪

জনগণের কল্যাণে আওয়ামী লীগ প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা স্থগিত করেছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই দল যখনই ক্ষমতায় এসেছে, তখনই দেশের মানুষ কিছু পেয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকালে জাতীয় সংসদে চলমান বাজেট অধিবেশনের সাধারণ আলোচনার শুরুতেই একথা বলেন তিনি। করোনার সময়ও দায়িত্ব নিয়ে আওয়ামী লীগ মানুষের পাশে দাঁড়িয়েছে বলেও জানান সংসদ নেতা শেখ হাসিনা। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ তার জন্মলগ্ন থেকেই মানুষের সেবা করে গেছে। করোনা আমাদের দেশ নয় শুধু সারা বিশ্বে সমস্যা।


এখান থেকে আমাদের বের হওয়ার জন্য মুজিববর্ষের সকল কর্মকাণ্ড আমরা স্থগিত করেছি। এছাড়া আওয়ামী লীগ প্রতিষ্ঠা বার্ষিকীর আনুষ্ঠানিকতা অনেক বড় করে করার কথা ছিল, সেটাও আমরা বাতিল করেছি। এসময় তিনি আরো বলেন, জনসমাগম হয় এমন সব কাজই আমরা স্থগিত করেছি জনগণের কল্যাণে। আমাদের কাছে জনগণের নিরাপত্তাই বেশি গুরুত্বপূর্ণ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us