You have reached your daily news limit

Please log in to continue


বৈশ্বিক নেতৃত্বের ঘাটতি মহামারি মোকাবিলায় সবচেয়ে বড় হুমকি

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম গেব্রিয়াসুস বলেছেন, করোনা মোকাবিলায় বৈশ্বিক নেতৃত্ব এবং একতার ঘাটতি মহামারির চেয়েও বড় হুমকি। এছাড়া সোমবার (২২ জুন) আরো জানিয়েছেন, মহামারি নিয়ে রাজনীতিকরণ একে আরো খারাপের দিকে নিয়ে গেছে। তিনি এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি, তবে ডব্লিউএইচও এর কিছু সদস্য রাষ্ট্র বিশেষ করে আমেরিকার সমালোচনা করেছে। কারণ আমেরিকার মতে, রোগ নিয়ন্ত্রণে সংস্থাটি খুবই দুর্বল, ধীরগতির এবং চীনকেন্দ্রিক ছিল। অন্যরা মহামারি নিয়ে একটি পর্যালোচনা চেয়েছে এবং স্বাস্থ্য সংকটে আরো দ্রুত সাড়া দেওয়ার জন্য অস্ট্রেলিয়া ডব্লিউএইচওকে আরো ক্ষমতা দেওয়ার অনুরোধ জানিয়েছে। দুবাই আয়োজিত ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে এক ভার্চুয়াল হেলথ ফোরামে ডব্লিউএইচও এর প্রধান আরো বলেন, বিশ্বের জাতীয় একতা ও বৈশ্বিক সংহতির ভীষণ প্রয়োজন। মহামারির রাজনীতিকরণ একে আরো বাড়িয়ে তুলেছে। আমরা এখন সবচেয়ে বড় যে হুমকির সম্মুখীন হয়েছি, তা ভাইরাস নয়, এটি হলো বৈশ্বিক সংহতি ও বৈশ্বিক নেতৃত্বের অভাব।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন