আপনার নম্বর কেউ ব্লক করে দিলে বুঝবেন কী করে!

সময় টিভি প্রকাশিত: ২২ জুন ২০২০, ২৩:২৪

মনোমালিন্যের পর সে কি আপনার ফোন নম্বর ব্লক করে দিয়েছে? বারবার যোগাযোগ করতে চেয়েও পারছেন না? কেটে যাচ্ছে ফোন? আপনার নম্বরটি সে ব্লক করে দেয়নি তো? কেউ আপনার নম্বর ব্লক করে দিলে কোনও মেসেজ আপনি পাবেন না। এর জন্য আপনাকে করতে হবে একটা ফোন! ধরুন, আপনার সন্দেহ হচ্ছে, কেউ আপনার নম্বর ব্লক করে দিয়ে থাকতে পারে।

তাহলে তার নম্বরে আপনি কল করুন। যদি আপনি বার বার তার নম্বর ব্যস্তই পান, তাহলে আপনার নম্বরটি তিনি সম্ভবত ব্লক করে দিয়েও থাকতে পারেন। বার বার ওই নম্বরে ফোন করলে কল কেটে যাচ্ছে বা ডিসকানেক্ট হয়ে যাচ্ছে? তাহলে একবার অন্য কোনও নম্বরে ফোন করে দেখুন তো। যদি দেখেন, অন্য নম্বরে ঠিকঠাক ফোন যাচ্ছে, অথচ ওই নির্দিষ্ট নম্বরেই ফোন কেটে যাচ্ছে তাহলে আপনি সন্দেহ করতেই পারেন।

বার বার একই ঘটনা ঘটলে, নিশ্চিত হতেই পারেন, যে আপনার নম্বরটি ব্লক করেছেন তিনি। অন্য কোনও নম্বর থেকে ওই নম্বরে ফোন করে দেখুন তো, কল ঠিকঠাক কানেক্ট হচ্ছে কি না! যদি হয়, তাহলে বুঝবেন, আপনার নম্বর থেকে কোনও ফোন তিনি চাইছেন না।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us