জাতিসংঘ পুরস্কার : এবারের ইউএন পাবলিক সার্ভিস দিবস ভিন্ন মাত্রার
প্রকাশিত: ২২ জুন ২০২০, ১৯:১১
আগামীকাল মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যা ৭টায় (যুক্তরাষ্ট্র ইএসটি সময় সকাল ৯টা) জাতিসংঘ ভার্চুয়াল অনুষ্ঠানের মধ্যে দিয়ে ‘ইউনাইটেড নেশনস পাবলিক সার্ভিস দিবস’ উদযাপন করবে। এবারের প্রতিপাদ্য ‘ON THE FRONTLINES : Honouring public servants in the COVID-19 pandemic response’।
প্রতিবছর এই দিনকে সামনে রেখে ৭টি ক্যাটাগরিতে জাতিসংঘ ‘ইউনাইটেড নেশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড’ প্রদান করে। বাংলাদেশের ভূমি মন্ত্রণালয়ের ই-মিউটেশন কার্যক্রমটি দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে এবং আন্তর্জাতিক মহলে দৃষ্টি আকর্ষণ করেছে।
এ কাজের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ প্রথমবারের মতো ‘স্বচ্ছ ও জবাবদিহিমূলক সরকারি প্রতিষ্ঠানের বিকাশ’ ক্যাটাগরিতে জাতিসংঘের মর্যাদাপূর্ণ ‘জাতিসংঘ পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড-২০২০’ অর্জন করেছে। যা আমাদের দেশের জন্য গৌরবের বিষয়। এজন্য এ বছর দিবসটিতে দেশের সবার মাঝে থাকবে উজ্জীবিত এক অনুভূতি।