এই করোনায় কত কিছু যে পরিবর্তন করে দিয়েছে পৃথিবীটার তার হিসাব করে শেষ করা যাবে না। এই পরিবর্তন শুধু বড়দের জীবনই নয়, বেশি প্রভাব পড়েছে বাড়ির ছোটদের জীবনেও। শিশুদের বাড়ির বাইরে যাওয়া বন্ধ বেশ কয়েক মাস। তাদের খেলাধুলাও বন্ধ অনেকটাই। দেখা হচ্ছে না কোনো বন্ধুর সঙ্গে।
বেড়াতে যেতে পারছে না, কেউ বাড়িতেও আসছে না। এই একাকিত্ব শিশুর মানসিক চাপের কারণ হয়ে দাঁড়াচ্ছে। তারা অনেক কিছুই মিস করছে, ছোট বলে সেভাবে বলতেও পারছে না। ঘরের বাইরে গেলে বা কেউ এলে শিশুদের জন্য প্রথম উপহার হয় অনেকগুলো মজার মজার চকলেট। সেগুলো নিয়ে আনন্দে কাটে ছোট বাবুটার বেশ কিছুটা সময়।
করোনার দিনে বারবারই বলা হচ্ছে বাইরের খাবারের পরিবর্তে ঘরে তৈরি খাবার খাওয়াতে। জেনে নিন বিশ্বের নামকরা প্রতিষ্ঠানগুলোর মতো চকলেট কীভাবে ঘরেই তৈরি করবেন। তাও আবার খুব সহজে: চকলেট তৈরিতে যা যা লাগছে মাখন বা ভেজিটেবল ডালডা আধা কাপ, চিনি গুঁড়া আধা কাপ, কোকো পাউডার এক টেবিল চামচ ও গুঁড়া দুধ আধা কাপ। যেভাবে করবেন চুলায় একটি পাত্রে পানি গরম হলে তার ওপর আরেকটা বাটি বসিয়ে দিন। এবার হালকা আঁচে ওপরের পাত্রে মাখন বা ডালডা গলিয়ে নিন।