অনলাইনে ট্যালেন্ট ট্রানজিশান প্রতিযোগিতা

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২২ জুন ২০২০, ১৫:১৫

ট্যালেন্ট ট্রানজিশান - ২০২০ শীর্ষক অনলাইন প্রতিযোগিতার আয়োজন করেছে ইভোল্যুশন ৩৬০। ৫টি বিভাগ নিয়ে আয়োজিত এই অনলাইন প্রতিযোগিতায় থাকছে ফটোগ্রাফি, আর্টওয়ার্ক, স্টোরি রাইটিং, মিম মেকিং, আর্টিকেল রাইটিং এর মত বিষয়ে অংশগ্রহণের সুযোগ। যেখানে বিজয়ীদের জন্য সর্বমোট ৮,০০০ টাকার পুরস্কার। এছাড়াও সার্টিফিকেট এবং নেটওয়ার্কিংয়ের সুযোগ প্রদান করা হবে।

প্রতিযোগিতাটির বিচারক হিসেবে থাকছেন প্রীত রেজা, সাকিব বিন রশিদ, বেনজির আবরার, এলিটা করিমসহ দেশের কয়েকজন জনপ্রিয় ব্যক্তিত্ব।

স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় এর যেকোনো শিক্ষার্থী এখানে অংশগ্রহণ করতে পারবে। সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি উপমা আহমেদ বলেন, যেকোন পরিস্থিতিতে তারুণ্যের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই সুন্দর সমাজ, দেশ ও বিশ্ব গঠন করা সম্ভব এবং ইভোল্যুশন ৩৬০ এ লক্ষ্য বাস্তবায়নেই সচেষ্ট। অনলাইনের মাধ্যমে অনুষ্ঠিত এই প্রতিযোগিতাটি প্রায় পুরো জুন মাস জুড়ে চলছে। প্রতিযোগিতায় অংশগ্রহণের সময়সীমা ২৬ জুন, ২০২০ পর্যন্ত এবং ফলাফল জুলাই এর প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us