ব্রিটিশ গোয়েন্দা সংস্থা ছুরি হামলাকারী সাদাল্লাহকে চিনত
প্রকাশিত: ২২ জুন ২০২০, ১২:৪০
দক্ষিণ ইংল্যান্ডের রেডিং শহরের একটি পার্কে তিন ব্যক্তিকে হত্যা করেছেন সন্দেহে গ্রেপ্তার ব্যক্তিকে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআইফাইভ আগে থেকেই চিনত বলে জানা গেছে।নিরাপত্তা সূত্রগুলো বিবিসিকে বলেছে, খাইরি সাদাল্লাহ নামের এই ব্যক্তি লিবিয়া থেকে এসেছিল এবং গত বছর সে এমআইফাইভের নজরে আসে।
শনিবারের ছুরি হামলার পরপরই রেডিং শহরের বাসিন্দা সাদাল্লাহকে গ্রেপ্তার করা হয়। এই সন্ত্রাসী হামলায় আর কারও জড়িত থাকার কোনো আলামত না পাওয়ায় তারা আর কারও খোঁজ করছে না বলে জানিয়েছে পুলিশ।
কাউন্টার টেররিজম পুলিশিং সাউথ ইস্ট (সিটিএসপিই) জানিয়েছে, রেডিংয়ের ২৫ বছর বয়সী ওই ব্যক্তি যাকে প্রথমে খুনী সন্দেহে গ্রেপ্তার করা হয়েছিল তাকে সন্ত্রাসবাদী আইন ২০০০ এর ৪১ ধারায় ফের গ্রেপ্তার করা হয়েছে।সম্ভাব্য সন্ত্রসাবাদের সঙ্গে যুক্ত হওয়ার উদ্দেশ্যে এই সন্দেহভাজন বিদেশ যাওয়ার আকাঙ্ক্ষা পোষণ করে, এমন তথ্য পাওয়ার পর গত বছর সে ব্রিটিশ গোয়েন্দা বিভাগের নজরদারিতে এসেছিল বলে নিরাপত্তা সূত্রগুলো বিবিসিকে জানিয়েছে।