গ্রামীণফোনে নতুন বিধিনিষেধ বিটিআরসি’র

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ২১ জুন ২০২০, ২৩:৫৭

ঢাকা: এমএনপি সেবার মেয়াদ কমানোসহ সর্বনিম্ন কলরেটের বাইরে রেখে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের ক্ষেত্রে নতুন বিধিনিষেধ আরোপ করেছে বিটিআরসি।

খুচরা মোবাইল সেবা সংশ্লিষ্ট বাজারে তাৎপর্যপূর্ণ বাজার ক্ষমতা সম্পন্ন মোবাইল অপারেটরসূহের জন্য নির্দেশনা দিয়ে গ্রামীণফোনসহ রোববার (২১ জুন) সব মোবাইল ফোন অপারেটরকে চিঠি পাঠিয়েছে কমিশন। নির্দেশনায় বলা হয়, গ্রামীণফোনের ক্ষেত্রে এমএনপি (এক অপারেটরে অন্য অপারেটরের সেবা) লকিং পিরিয়ড ৯০ দিনের পরিবর্তে ৬০ দিন হবে, যা ১ জুলাই থেকে প্রযোজ্য হবে।

চিঠিতে বলা হয়, এসএমপি (সিগনিফিকেন্ট মার্কেট পাওয়ার) অপারেটর হিসেবে গ্রামীণফোন বিটিআরসির অনুমোদন ব্যতীত কোনো প্রকার সার্ভিস/প্যাকেজ/অফার প্রদান করতে পারবে না। এমনকি সার্ভিস/প্যাকেজ/অফারের পরিবর্তন/পরিবর্ধন/পরিমার্জনের ক্ষেত্রে বিটিআরসির অনুমোদন নিতে হবে।

গ্রামীণফোনের বর্তমানে প্রচলিত সকল প্রকার সার্ভিস/প্যাকেজ/অফার চালু রাখার ক্ষেত্রে পুনরায় কমিশনের অনুমোদন গ্রহণ করতে হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us