You have reached your daily news limit

Please log in to continue


তথ্য চেয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়সহ তিন সংস্থাকে দুদকের চিঠি

মাস্ক-পিপিই ক্রয়ে দুর্নীতি অনুসন্ধানের অংশ হিসেবে আজ রোববার (২১ জুন) স্বাস্থ্য মন্ত্রণালয়সহ তিন সংস্থাকে তথ্য চেয়ে চিঠি পাঠিয়েছে দুদকের অনুসন্ধান টিম। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেন, স্বাস্থ্যখাতের দুর্নীতি দমনে দুদক কঠোর অবস্থান গ্রহণ করেছে। আজ মাস্ক-পিপিইসহ বিভিন্ন স্বাস্থ্য সামগ্রী ক্রয়ে দুর্নীতির  অভিযোগ অনুসন্ধানে স্বাস্থ্য মন্ত্রণালয়সহ তিনটি প্রতিষ্ঠানে বিশেষ বাহক মারফত তথ্য-উপাত্ত চেয়ে অতীব জরুরি পত্র দেয়া হয়েছে। অভিযোগটি অনুসন্ধানে দুদক পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে চার সদস্যর একটি অনুসন্ধান দল গঠন করা হয়েছে। দলের প্রধান মীর মো. জয়নুল আবেদীন শিবলীর স্বাক্ষরিত চিঠিতে বিভিন্ন তথ্য ও রেকর্ডপত্র চেয়ে পাঠানো হয়েছে। চিঠি পাঠানো হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও  কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালকের কাছে। চিঠিতে আগামী ৩০ জুনের মধ্যে চাহিত তথ্য ও রেকর্ডপত্র সরবরাহের অনুরোধ জানানো হয়েছে। মন্ত্রণালয়ের কাছে পাঠানো চিঠিতে-  কভিড-১৯ মোকাবেলায় স্বাস্থ্য সরঞ্জামাদি বা যন্ত্রপাতি (মাস্ক, পিপিই, স্যানিটাইজার, আইসিইউ যন্ত্রপাতি, ভেন্টিলেটর, পিসিআর মেশিন, কভিড টেস্ট কীট ও অন্যান্য) ক্রয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতায় শুরু হতে বর্তমান সময় পর্যন্ত গৃহীত প্রকল্পসমূহের নাম, বরাদ্দকৃত ও ব্যয়িত অর্থের পরিমাণ এবং বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের (স্বাস্থ্য মন্ত্রণালয়/স্বাস্থ্য অধিদপ্তর/সিএমএসডি) তথ্য।  চিঠিতে মেসার্স জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড অন্য কোন প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকলে সংশ্লিষ্ট রেকর্ডপত্রের সত্যায়িত ফটোকপি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন