আজ বলয়গ্রাস সূর্যগ্রহণ

এনটিভি প্রকাশিত: ২১ জুন ২০২০, ০৯:০৫

আজ ২১ জুন রোববার উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন। আর কাকতালীয়ভাবে আজই সূর্যগ্রহণ। তবে এটি পূর্ণগ্রাস বা আংশিক সূর্যগ্রহণ নয়। আজ দেখা যাবে বলয়গ্রাস সূর্যগ্রহণ।

এ গ্রহণে চাঁদের ছায়া সূর্যের ওপর এমনভাবে পড়ে, যাতে সূর্যের চারপাশে আলোর বলয় দেখা যায়। এ গ্রহণে চাঁদের ছায়া সম্পূর্ণভাবে সূর্যকে গ্রাস করতে পারে না। বলয়গ্রাস গ্রহণে অমাবস্যার চাঁদ সূর্যকে মাঝখান থেকে ঢেকে ফেলে। তাই তখন পাশ থেকে আলোর মালা দেখা যায়। এটি ‘রিং অব ফায়ার’ নামে পরিচিত।

এ ক্ষেত্রে চাঁদ পৃথিবী থেকে এর দূরতম বিন্দুর কাছাকাছি অবস্থান করে। এ সময় চাঁদ, পৃথিবী ও সূর্য প্রায় সরলরেখায় অবস্থান করে। সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।

বলয়গ্রাস সূর্যগ্রহণের সময় আকাশে রিং অব ফায়ার বা বলয় দেখা যায়। অত্যন্ত মনোরম এই মহাজাগতিক দৃশ্য দেখার ইচ্ছা হতেই পারে। তবে খালি চোখে গ্রহণ দেখা অত্যন্ত বিপজ্জনক বলে জানাচ্ছেন জ্যোতির্বিজ্ঞানীরা।

গ্রহণ দেখার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করার কথা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা। সঠিক পদ্ধতি বা নিরাপদে গ্রহণ দেখার যন্ত্রপাতি ছাড়া গ্রহণ দেখতে গেলে অতিবেগুনি রশ্মি ও ইনফ্রারেড রশ্মির আঘাতে রেটিনায় সমস্যা হতে পারে। জ্যোতির্বিজ্ঞানীরা আরো জানাচ্ছেন, গ্রহণের সময় একমুহূর্তের জন্যও সূর্যের দিকে খালি চোখে তাকানো উচিত নয়, কারণ যদি গ্রহণে ৯৯ শতাংশ সূর্যকেও ঢেকে ফেলে চাঁদ, তবুও অবশিষ্ট রশ্মি চোখের ক্ষতি করার জন্য যথেষ্ট।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us