সুশান্ত সিং রাজপুত মারা গেছেন ছয় দিন হলো। গত ১৪ জুন ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল তার ঝুলন্ত দেহ। তার এই মৃত্যুই যেন আচমকাই নাড়িয়ে দিয়েছে গোটা ভারতকে। প্রথমিকভাবে আত্মহত্যা খবর পাওয়া গেলেও চলছে তদন্ত। তদন্তে তার মৃত্যুর রহস্য নিয়ে যেন নয়া মোড় নিল!
ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে জানা যায়, মুম্বাই পুলিশের আদেশানুসারে সুশান্তের সঙ্গে চুক্তিপত্র জমা করল প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস। গত ১৮ জুন বৃহস্পতিবার সুশান্তের সঙ্গে যশরাজের চুক্তি সংক্রান্ত যাবতীয় নথিপত্র জমা করার নির্দেশ দেয় বান্দ্রা থানার পুলিশ।
শনিবার মুম্বাই পুলিশের জোন-৯-এর ডিসিপি অভিষেক ত্রিমুখে জানান, সুশান্ত সিংহ রাজপুতের আত্মহত্যা কাণ্ডে তদন্তকারী অফিসারকে যশরাজ ফিল্মস চুক্তিপত্র জমা দিয়েছে। আমরা গোটা বিষয়টি খতিয়ে দেখছি। কোন কারণে জরুরি তলব করা হলো বলিউডের স্তম্ভ হিসেবে চিহ্নিত এই প্রযোজনা সংস্থাকে?
অতীত বলছে, এক সাক্ষাৎকারে সুশান্ত জানিয়েছিলেন, ক্যারিয়ারের শুরুতে তিনি চুক্তিবদ্ধ ছিলেন যশরাজ ফিল্মসের সঙ্গে। চুক্তি অনুযায়ী তার তিনটি ছবি করার কথা ছিল এই ব্যানারের সঙ্গে।