বাগেরহাটের শরণখোলা তাফালবাড়ি স্কুল অ্যান্ড কলেজে ৪র্থ শ্রেণির কর্মচারী নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ উঠেছে। ওই পদে নিয়োগের ক্ষেত্রে মোটা অংকের অর্থ লেনদেন হতে পারে এমন অভিযোগ করে লিখিত অভিযোগ করেছেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সদস্য মো. ওবায়দুল হক।
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরিচালক বরাবর লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, এ বছরের ১৭ ফেব্রুয়ারি ভোরের পাতা পত্রিকায় শরণখোলা তাফালবাড়ি স্কুল অ্যান্ড কলেজে চতুর্থ শ্রেণির একটি শুন্য পদে নিয়োগের জন্য দরখাস্ত আহবান করা হয়। যার পরিপ্রেক্ষিতে চলতি মাসের ২২ তারিখ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বর্তমান করোনা পরিস্থিতিতে নিয়োগ প্রক্রিয়া প্রমাণ করে এ নিয়োগে অবৈধ পন্থা অবলম্বনের সম্ভাবনা রয়েছে।
আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি বর্তমানে কর্মরত ৪র্থ শ্রেণির কর্মচারী মো. আলী হোসেনের ছেলে মো. রহিম হাওলাদারকে এই পদে নিয়োগ দেওয়ার জন্য থেকে মোটা অংকের টাকার লেনদেন চলছে। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মানিক চাঁদ রায়সহ গভর্নিং বডির সদস্যরা এই লেনদেনের সঙ্গে জড়িত রয়েছে বলে আমরা ধারণা করছি। অভিযোগকারী মো. ওবায়দুল হক বলেন, বর্তমান প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে শুন্য সহিষ্ণুতা ঘোষণা করেছেন। আমার সামনে কোনো দুর্নীতি হতে পারবে না। তাই আমি যশোর শিক্ষা বোর্ডে অভিযোগ দিয়েছি।