আত্মহত্যার কথা মাথায় এসেছিল আমারও: শামি

ঢাকা টাইমস প্রকাশিত: ১৯ জুন ২০২০, ১৬:৩৭

যদি কথা বলতে পারতাম বন্ধু সুশান্তের সঙ্গে! আক্ষেপ ঝরে পড়ছে মোহাম্মদ শামির গলায়। গত রবিবার মৃত্যু হয়েছে বলিউডের ‘এমএস ধোনি’ সুশান্ত সিং রাজপুতের। প্রতিভাবান তারকার অপমৃত্যু নিয়ে চলছে চর্চা। ধোনির বায়োপিক করার সময় ভারতীয় ক্রিকেটারদের বন্ধু হয়ে উঠেছিলেন তিনি। তাঁর মৃত্যু সেই কারণেই স্পর্শ করেছে ভারতীয় পেসার মোহাম্মদ শামিকে।

তিনি বলেছেন, ‘হতাশা এমন একটা সমস্যা, যেখানে দরকার পড়ে অন্যের মনোযোগের। এটা খুব দুঃখের যে, সুশান্ত সিং রাজপুতের মতো অসাধারণ এক অভিনেতার জীবন চলে গেল। ও ছিল আমার বন্ধু। ইশ, যদি কথা বলতে পারতাম ওর সঙ্গে। তাহলে ওর অবসাদের ব্যাপারে জানতে পারতাম। আমার ক্ষেত্রে আমার পরিবার খারাপ সময়ে পাশে থেকেছে, যত্ন নিয়েছে। আমার যে লড়াই করা দরকার, সেই উপলব্ধি করিয়েছে।’

স্ত্রী হাসিন জাহানের সঙ্গে সম্পর্কে অবনতির সময় হতাশা সঙ্গী হয়েছিল শামিরও। তাঁর বিরুদ্ধে পরকীয়া-সহ একগুচ্ছ অভিযোগ এনেছিলেন হাসিন। সেই সময় আত্মহত্যার ভাবনাও মাথায় এসেছিল তাঁর। সেই কঠিন মুহূর্তে পরিবারকে পাশে পেয়েছিলেন ভারতীয় দলের ডানহাতি পেসার।

শামির কথায়, ‘আত্মহত্যার কথা মাথায় এসেছিল আমার। কিন্তু কখনোই একা থাকতে দেয়নি পরিবারের সদস্যরা। কেউ না কেউ ঠিক পাশে থাকত, কথা বলত আমার সঙ্গে। আধ্যাত্মিক ভাবনাও জুগিয়েছিল শক্তি। ঘনিষ্ঠদের সঙ্গে কথা বলা বা কাউন্সেলিং হলো সেরা উপায়।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us