৪০০ বছরের রীতি, শয়তান তাড়াতে শিশুর শরীরের ওপর দৌঁড়ায় বৃদ্ধ!
প্রকাশিত: ১৯ জুন ২০২০, ১৬:০৪
পৃথিবীতে অনেক জাতি-উপজাতি রয়েছে। আর তাদের রীতি, সংস্কৃতির সঙ্গে ভিন্নতা রয়েছে উৎসবেও। যেমন- উত্তর স্পেনের কাসট্রিলো ডি মুরসিয়া শহরে পালিত হয় এক অদ্ভূত উৎসব। শিশুদের উপর থেকে শয়তানের কু-প্রভাব তাড়ানোর জন্য সেখানকার বাসিন্দারা একটি উৎসব পালন করে।
এই উৎসবের নাম হলো সাল্টো ডেল কোলাচো বা এল কোলাচো। স্প্যানিশ থেকে বাংলা করলে এর অর্থ দাঁড়ায়- শয়তানের লাফ। প্রতি বছর জুন মাসে মহা সমারোহে কাসট্রিলো ডি মুরসিয়া শহরে এই উৎসব পালিত হয়। শহরের সনাতন রীতির অনুসারীরা মনে করে, এর মাধ্যমে তাদের নবজাতক সন্তানের ওপর থেকে শয়তানের কু-প্রভাব দূর হয়। স্পেনে ১৬২০ সাল থেকেই এই উৎসব পালিত হয়ে আসছে। এই উৎসবের বয়স প্রায় ৪০০ বছর। উৎসবটি প্রতিবছর জুনের ২৩ তারিখ হয়ে থাকে।
এই উৎসবের আগে প্রত্যেক মা-বাবা তার বাচ্চাকে রাস্তার উপর রাখা সাদা বিছানায় গোলাপের পাপড়ি ছড়িয়ে রেখে আসে। সদ্য জন্মানো থেকে শুরু করে এক বছর বয়সী শিশুদেরকে রাস্তায় রেখে দেয়া হয়। এরপর তাদের শরীর থেকে শয়তানের প্রভাব কাটানোর জন্য থাকেন এক পাদ্রী। তিনি উৎসব চলাকালীন সময়ে শিশুদের শরীরের ওপর দিয়ে দৌঁড়াতে থাকেন।