গভীর রাতে হঠাৎই ওপরে উঠে এল মাটির নিচের পানির ট্যাংকি

সমকাল প্রকাশিত: ১৮ জুন ২০২০, ২৩:৩২

পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দর আবাসনের পানির ট্যাংকি হঠাৎই ভূমির ওপরে ওঠে এসেছে। এ ঘটনায় স্থানীয় মানুষের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কেউ বলছেন, কাজের গুণগত মান নিম্নমানের হওয়ায় এমনটি হয়েছে। আবার কেউ কেউ বলছেন মাটির নিচে অতিরিক্ত গ্যাসের কারণে এমনটি হতে পারে।

আবার অনেকের ধারণা অলৌকিকভাবেও এমন ঘটনা ঘটতে পারে। গত রোববার গভীর রাতে এই ঘটনাটি ঘটলেও এখনো এর কারণ উদঘাটন করতে পারেননি সংশ্লিষ্টরা।স্থানীয়রা জানায়, জেলার কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের মেরাউপাড়ায় তৃতীয় ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য এখানে একাধিক আবাসন নির্মাণ করা হচ্ছে।

ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেরাউপাড়ায় তিনটি আবাসনের কাজ চলছে এবং তিনটি আবাসনের কাজই ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের মাধ্যমে পরিচালিত হচ্ছে।

এর মধ্যে ১ নম্বর আবাসনে ১৪৪ পরিবারের পানি সরবরাহের জন্য ৩০ ফুট দৈর্ঘ্য, ২০ ফুট প্রস্থ ও ১০ ফুট গভীরতার দেড় লাখ লিটার পানি ধারণ ক্ষমতাসম্পন্ন একটি ট্যাংকি তৈরি করা হয়েছে।

ট্যাংকিটি সম্পূর্ণ কংক্রিট দিয়ে তৈরি করা হয়। কিন্তু রোববার গভীর রাতে ট্যাংকির চারপাশে জমে থাকা বৃষ্টির পানিতে বুদ বুদের সৃষ্টি হয়ে ট্যাংকিটি হঠাৎ ভূমির ওপরে উঠে আসে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us