সেনাবাহিনীতে কমিশন পেলেন ২৪ নারীসহ ২৫৫ জন

কালের কণ্ঠ প্রকাশিত: ১৮ জুন ২০২০, ১৯:২৭

দেশের সেনাবাহিনীতে কমিশন পেলেন ২৪ নারীসহ ২৫৫ জন। বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ)-এর ৭৮তম দীর্ঘ মেয়াদী কোর্স এবং ৫৩তম স্পেশাল কোর্সের অফিসার ক্যাডেটদের এই কমিশন প্রাপ্তি উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজ স্বল্প পরিসরে অনাড়ম্বরভাবে আজ বৃহস্পতিবার ভাটিয়ারিস্থ এ একাডেমির প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়।

আইএসপিআর জানায়, সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন। পরে তিনি কৃতি ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসব তরুণ সেনাকর্মকর্তরা সেনাবাহিনীর চলমান ‘অপারেশন কভিড শিল্ড’-এ উল্লেখযোগ্য অবদান রাখবে।

প্রধান অতিথি বিএমএ প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছলে আর্মি ট্রেনং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), বিএমএ’র কমান্ড্যান্ট এবং ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও চট্টগ্রম এরিয়া কমান্ডার তাঁকে অভ্যর্থনা জানান।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us