আগামী তিন বছরে ১৩ লাখ দুই হাজার ৫৬০ কোটি টাকা রাজস্ব আদায়ের পরিকল্পনা করেছে সরকার। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে আসবে সবচেয়ে বেশি অর্থ। এনবিআরের নিয়ন্ত্রিত খাত থেকে ১১ লাখ ৩২ হাজার ৩৬০ কোটি টাকা আদায়ের লক্ষ্য নেওয়া হয়েছে। মধ্যমেয়াদি (২০২০-২৩) পরিকল্পনার আলোকে এ লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। অর্থ বিভাগ ও এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে।
এ ব্যাপারে জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান আবদুল মজিদ কালের কণ্ঠকে বলেন, ‘অর্থনীতির আকার বেড়েছে। জিডিপি প্রবৃদ্ধি দেখেও তা বোঝা যায়। কর জিডিপি অনুপাত ১৫-১৬ শতাংশ হওয়ার কথা। কিন্তু কর জিডিপি অনুপাত মাত্র ১০ শতাংশ। অর্থাৎ করের আওতার বাইরে প্রায় ৫ শতাংশ। এই পার্থক্য ঘোচাতে হলে কর জাল বিস্তার করতে হবে। ফাঁকিবাজ বড় করদাতাদের ধরতে হবে। কোর্টের মামলায় আটকা টাকা উদ্ধার করতে হবে। অভিযান চালাতে হবে। আমাদের অর্থনীতির আকার অনুযায়ী রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। কিন্তু লক্ষ্য অর্জন হয় না, এসব কাজ হয় না বলে। তাই রাজস্ব লক্ষ্য অর্জন করতে হলে আগে এসব কাজ করতে হবে।