টানা বর্ষণে যোগাযোগ বিচ্ছিন্ন, নাইক্ষ্যংছড়িতে ৯ গ্রাম প্লাবিত
প্রকাশিত: ১৭ জুন ২০২০, ২২:১০
টানা বর্ষণে ও পাহাড়ি ঢলে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার নয়টি গ্রাম প্লাবিত হয়েছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে দুটি ইউনিয়নের মধ্যে। প্রশাসন ও স্থানীয়রা জানায়, গত রোববার থেকে কয়েকদিনের অবিরাম বর্ষণ ও পাহাড়ি ঢলে বাকখালী নদীসহ বিভিন্ন পাহাড়ি খালের পানি বৃদ্ধি পেয়ে সদরের ধুংরী হেডম্যানপাড়া, বড়ুয়াপাড়া, হিন্দুপাড়া, বিজিবির কোয়ার্টার এলাকা এবং বাইশারী ইউনিয়নের দক্ষিণ নারিচবুনিয়া, মধ্যম বাইশারী, দক্ষিণ বাইশারী কোণারপাড়া, পশ্চিম বাইশারী, তুফানআলীপাড়া ও করলিয়া মুরাসহ নয়টির বেশি গ্রাম প্লাবিত হয়েছে। বেশ কয়েকটি মৎস্য খামারসহ পুকুর ডুবে গেছে। বাইশারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ আলম জানান, ব