You have reached your daily news limit

Please log in to continue


মাদারীপুরে ৪ পৌরসভা ও ২২ইউনিয়নে লকডাউন

করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় মাদারীপুর জেলার ২২টি ইউনিয়ন ও চার পৌরসভার ২১টি ওয়ার্ড রেডজানের আওতায় পড়েছে। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ওইসব এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে। মাদারীপুর জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম ওইসব এলাকায় বিধিনিষেধ আরোপ করে গণবিজ্ঞপ্তি জারি করেছেন। কেউ এই আদেশ অমান্য করলে জেল-জরিমানা হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। জানা গেছে, মাদারীপুর পৌরসভার ১ থেকে ৭ নম্বর ওয়ার্ড পর্যন্ত ও সদর উপজেলার ছিলারচর, ঝাউদি, খোয়াজপুর, ধুইরাইল, মস্তফাপুর নিয়ে মোট ৫টি ইউনিয়ন রেডজোনে রয়েছে। এছাড়া শিবচরের রেডজোনে পৌরসভার ৩টি ওয়ার্ড, ৮টি ইউনিয়ন, ইয়েলোতে ৪ ইউনিয়ন ও গ্রিনে ৭ ইউনিয়ন অন্তর্ভুক্ত করা হয়েছে। শিবচর পৌরসভার ১,৪ ও ৫ নম্বর ওয়ার্ড রেডজোনভুক্ত বাকি ইউনিয়নগুলো হচ্ছে শিবচর, দ্বিতীয়খণ্ড, বহেরাতলা দক্ষিণ, বাঁশকান্দি, ভদ্রাসন, কাদিরপুর, মাদবরচর ও পাচ্চর। কালকিনি উপজেলার কালকিনি পৌরসভার ১, ৪, ৫, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড এবং ডাসার, গোপালপুর, আলীনগর এবং শিকারমঙ্গল ইউনিয়ন ‘রেড জোন’।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন