কখনো আশা না হারানোর আহ্বান দীপিকার

এনটিভি প্রকাশিত: ১৭ জুন ২০২০, ১২:৪৫

বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের হুট করে চলে যাওয়া মেনে নিতে পারছেন না অনেকেই। সম্ভাবনাময় এই তারকার আকস্মিক মৃত্যুতে শোকাচ্ছন্ন গোটা ভারত। গত ১৪ জুন ৩৪ বছর বয়সী সুশান্ত বান্দ্রায় তাঁর নিজ বাসায় ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের প্রতিবেদনে জানা যায়, সুশান্তের মৃত্যুতে শোকাবহ বিরাজ করছে বিনোদন অঙ্গনে। কয়েক মাস ধরে হতাশায় ভুগছিলেন সুশান্ত। এর পরেই আসে আত্মঘাতী সিদ্ধান্ত। আর সুশান্তের চলে যাওয়ার পর বলিউড তারকাদের বেশ কয়েকজন মানসিক অসুস্থতা নিয়ে কথা বলতে এবং এ ব্যাপারে সবাইকে সচেতন করে তুলতে শুরু করেছেন।

সচেতনতা তৈরিতে এগিয়ে এসেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তিনি লেখেন, ‘যাঁরা মানসিক অসুস্থতায় ভুগেছেন বা ভুগছেন, তাঁদের কাছে পৌঁছানোর গুরুত্ব অপরিসীম। কথা বলুন, যোগাযোগ করুন, ব্যক্ত করুন, সাহায্য প্রার্থনা করুন।

মনে রাখবেন, আপনি একা নন। আমরা একত্র আছি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আশা আছে। প্রসঙ্গত, দীপিকাও হতাশায় ভুগেছিলেন এবং কয়েক বছরখানেক আগে তিনি তা প্রকাশ্যে আনেন। ‘দ্য লাইভ লাভ লাফ ফাউন্ডেশন’ নামে তাঁর একটি সংগঠনও রয়েছে। এ সংগঠন সচেতনতা বাড়াতে ও মানসিক স্বাস্থ্যের প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টাতে কাজ করে। সুশান্ত সিং রাজপুতের ময়নাতদন্তের প্রতিবেদনে জানানো হয়, আত্মহত্যা করেছেন অভিনেতা। তবে এ বিষয়ে অনুসন্ধান অব্যাহত রেখেছে পুলিশ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us