You have reached your daily news limit

Please log in to continue


লাদাখে চীনের ৪৩ সৈন্য হতাহত, দাবি ভারতের

লাদাখ সীমান্তের গালওয়ান উপত্যকায় সংঘর্ষে চীনের ৪৩ সেনা হতাহত হয়েছে বলে দাবি করেছে ভারত। মঙ্গলবার সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই। ভারতের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, পূর্ব লাদাখে উত্তেজনা প্রশমনের চেষ্টা চলাকালীন চীনা সেনারা ‘একতরফাভাবে’ স্থিতিশীলতা পরিবর্তনের চেষ্টার কারণেই গালওয়ান উপত্যকায় এই সহিংস ঘটনা ঘটেছে। চীনা সেনারা উচ্চ পর্যায়ের চুক্তি অনুসরণ করলে এই পরিস্থিতি এড়ানো সম্ভব হতো। এদিনের সহিংসতায় ভারতের ২০ সেনা প্রাণ হারিয়েছেন এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানিয়েছে এএনআই। ১৯৭৫ সালের পর সম্ভবত এই প্রথম ভারত-চীন সীমান্তে সামরিক প্রাণহানির ঘটনা ঘটল। এর আগে, সীমান্তের এই সংঘর্ষে ভারতের এক কর্নেল পদমর্যাদার কর্মকর্তা ও দু'জন সেনা জওয়ান নিহত হয়েছেন বলে ভারতীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছিল।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন