অনির্দিষ্টকালের জন্য ছুটিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ১৫ জুন ২০২০, ২১:০২
করোনাভাইরাস পরিস্থিতিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।সোমবার (১৫ জুন) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। তবে প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম চলমান থাকবে বলে জাগো নিউজকে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম চালিয়ে নিতে হচ্ছে।জনসংযোগ দফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের কারণে কয়েক ধাপে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ১৫ জুন পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছিল। তবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি চিন্তা করে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করা হলো।
তবে চিকিৎসা, বিদ্যুৎ, পানি, গ্যাস, পরিচ্ছন্নতা কার্যক্রম, নিরাপত্তা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট সেবার মতো জরুরি পরিসেবা চালু থাকবে।