You have reached your daily news limit

Please log in to continue


একদিন পরেই প্রতিবেদন জমা, মন্তব্যে অনাগ্রহী বিএসএমএমইউ

গণস্বাস্থ্য কেন্দ্রের গবেষকদের উদ্ভাবিত করোনার অ্যান্টিবডি কিটের কার্যকারিতা পরীক্ষা শেষ করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। আনুষাঙ্গিক কাজ শেষে পরীক্ষা প্রতিবেদন আগামী বুধবার (১৭ জুন) ওষুধ প্রশাসন অধিদফতরে জমা দেবেন তারা। তবে এ বিষয়ে এখনি মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে বিএসএমইউ কর্তৃপক্ষ। এদিকে গণস্বাস্থ্য কেন্দ্র প্রত্যাশা করছে বিএসএমএমইউ সঠিক প্রতিবেদন জমা দেবে এবং ফলাফল ইতিবাচক আসবে। বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ কিটের পরীক্ষা শেষ। ডাটা প্রসেসিংয়ে আছে। আগামী বুধবার আমরা প্রতিবেদন জমা দেবো ওষুধ প্রশাসন অধিদফতরের।’ কিটের পরীক্ষার ফলাফলের বিষয়ে জানতে চাইলে অধ্যাপক কনক কান্তি বলেন, ‘পরীক্ষা শেষ হলেই তো ফলাফলের বিষয়ে বলা যাবে না। কারণ ডাটার প্রসেস শেষে হলে, সেইগুলা এডিট করে তারপর তারা আমাকে ফলাফল জানাবেন। এখনও সবকিছু চূড়ান্ত হয়নি। সুতরাং ফলাফলের বিষয়ে এখনি কিছু ধারণা করা ঠিক হবে না।’ গণস্বাস্থ্যের অ্যান্টিবডি কিটের উদ্ভাবক দলের প্রধান বিজ্ঞানী ড. বিজন কুমার শীল বাংলা ট্রিবিউনকে বলেন, বিএসএমএমইউ বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ ও শীর্ষ প্রতিষ্ঠান। আশা করি তারা সঠিক সিদ্ধান্তটা দেবেন এবং সঠিক ফলাফলটা জমা দেবেন। তাদেরকে যে কিট দিয়েছি, একই কিট দিয়ে আমরাও পরীক্ষা করছি। সুতরাং আমাদেরও আইডিয়া আছে ফলাফল কেমন হবে। আশা করি, সবকিছু ভালো হোক।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন