You have reached your daily news limit

Please log in to continue


মাত্র ৪২৯০ টাকায় সিম্ফনির ফোরজি ফোন

দেশে ২০১৮ সালে ফোরজি নেটওয়ার্কের যাত্রা শুরু হলেও মানসম্মত ফোরজি স্মার্টফোন এদেশের সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। এই কারনেই ২০২০ সালে এসেও মোট মোবাইল ব্যবহারকারীর মাত্র ১৫ শতাংশ দ্রুত গতির ফোরজি সেবা নিতে পারছে।সাশ্রয়ী মূল্যে ফোরজি ফোন পৌঁছে দিতে সিম্ফনি এবার বাজারে নিয়ে এলো জি১০ নামে নতুন একটি ফোরজি স্মার্টফোন। যার মূল্য মাত্র ৪ হাজার ২৯০ টাকা। ৫ ইঞ্চি ডিসপ্লের সিম্ফনি জি১০ স্মার্টফোনটিতে আছে ১.৪ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর, ছবি তোলার জন্য আছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা এবং সামনের দিকেও আছে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ওয়াইফাই, ব্লুটুথ ছাড়াও এই ফোনটিতে আছে জি সেন্সর এবং ওয়্যারলেস রেডিও সুবিধা। আছে দুই হাজার এমএএইচ এর লিআয়ন ব্যাটারি। ব্ল্যাক, ব্লু এবং গোল্ডেন এই তিনটি কালারের স্টাইলিশ লুকের ফোনটি সিম্ফনির সকল আউটলেটে পাওয়া যাচ্ছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন