You have reached your daily news limit

Please log in to continue


মেসেঞ্জারে গোপনীয়তা রক্ষায় নতুন ফিচার

মেসেঞ্জারে গোপনীয়তা রক্ষায় ফেসআইডি ফিচার আনছে ফেসবুক। নতুন এই ফিচারের ফলে ফেসবুক এনাবল করলেই ম্যাসেঞ্জারে সরাসরি প্রবেশ করা যাবে না। ফেসআইডি বা পাসকোড দিতে হবে। ফলে ফোন আনলক করা অবস্থায় আপনার মেসেঞ্জারে অন্য কেউ ঢুঁ মারতে পারবে না। ম্যাসেঞ্জারের নিরাপত্তা নিশ্চিতে ফেসআইডি বা পাসকোড কতটা কার্যকর, সেই পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে ফেসবুক। পরবর্তীতে তা সবার জন্য উন্মুক্ত করা হবে। ফেসবুকের এক মুখপাত্র জানিয়েছেন, মেসেঞ্জারে ব্যক্তিগত ম্যাসেজের গোপনীয়তা বাড়াতে চাই আমরা। তাই ব্যবহারকারীদের হাতে আরো নিয়ন্ত্রণ তুলে দিতে চাচ্ছে ফেসবুক। সংবাদমাধ্যম এনগ্যাজেটস জানিয়েছে, ফেসআইডি সেট করার ক্ষেত্রে চারটি অপশন দেখা যাবে। এর আওতায় ম্যাসেঞ্জার থেকে বের হওয়া মাত্র, ম্যাসেঞ্জার ব্যবহারের ১ মিনিট পর, ১৫ মিনিট পর এবং ১ ঘণ্টা পর ফেসআইডি চালুর সুযোগ থাকবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন