নাসিমের মৃত্যু নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট দিয়ে ক্ষমা চেয়েছেন শিক্ষিকা

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৩ জুন ২০২০, ২৩:৪২

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যু নিয়ে ফেসবুকে ব্যঙ্গাত্মক পোস্ট দিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বাংলা বিভাগের প্রভাষক সিরাজাম মনিরা। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সমালোচনার ঝড় ওঠে। এরই মধ্যে স্থানীয় ও বিশ্ববিদ্যালয় আওয়ামী লীগ এবং সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

এ অবস্থায় ওই পোস্ট ‍মুছে ফেলেন ওই শিক্ষিকা। কিন্তু ততক্ষণে পোস্টের স্ক্রিনশট ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দলীয় নেতাকর্মীদের মাঝে সমালোচনার ঝড় ওঠে। সেই সঙ্গে শিক্ষিকার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। ফেসবুকে আরেকটি পোস্ট দিয়ে আগের পোস্টের জন্য ক্ষমা চেয়েছেন প্রভাষক সিরাজাম মনিরা।

সেই সঙ্গে এমন পোস্টের জন্য আন্তরিকভাবে দুঃখিত ও অনুতপ্ত হয়েছেন তিনি।

শনিবার (১৩ জুন) লাইফ সাপোর্টে থাকা অবস্থায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম মারা যান।

তার মৃত্যু নিয়ে ওই শিক্ষিকা ‘যোগ্য নেতৃত্বে দেশ নাসিম্যা মুক্ত হল’ লিখে পোস্ট দেন। কিছুক্ষণের মধ্যে বিষয়টি সবার নজরে এলে পোস্টটি মুছে দেন তিনি। কিন্তু ততক্ষণে পোস্টের স্ক্রিনশট ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us