You have reached your daily news limit

Please log in to continue


পূর্ব রাজাবাজারে স্বপ্ন-এর ভ্রাম্যমাণ আউটলেট

কোভিড-১৯ মহামারির প্রাদুর্ভাবের কারণে রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকা লকডাউন করেছে সরকার। ফলে বাইরে থেকে সেখানে যেমন যে কারও প্রবেশে বাধা রয়েছে, তেমনি বের হওয়ায়ও রয়েছে মানা। এই জরুরি অবস্থায় পূর্ব রাজাবাজারের ৫০ হাজার মানুষের দোরগোড়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের ভ্রাম্যমাণ আউটলেট নিয়ে হাজির হয়েছে স্বপ্ন। এখন পর্যন্ত ঢাকায় যে এলাকাগুলোতে সর্বোচ্চ করোনা রোগী রয়েছে, তার মধ্যে অন্যতম পূর্ব রাজাবাজার। গত ৯ জুন থেকে এই এলাকাটি সম্পূর্ণ লকডাউন করা হয়। এবং চিকিৎসক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ জরুরি প্রয়োজন ছাড়া অন্য সবার যাতায়াত নিষিদ্ধ করা হয়। এই অবস্থায় এলাকাটিতে জরুরি খাদ্য সরবরাহ নিয়ে হাজির স্বপ্নের ভ্রাম্যমাণ আউটলেট। জাতিসংঘ উন্নয়ন প্রকল্প (ইউএনডিপি), সরকারের আইসিটি ডিভিশন, ক্যাবিনেট ডিভিশন, এটুআই, বাজার বন্ধু এবং এক শপ-এর সহযোগিতায় এই বাজার কার্যক্রম পরিচালিত হচ্ছে। কাঁচাবাজার থেকে শুরু করে মাছ-মাংস এবং অন্যান্য প্রয়োজনীয় পণ্যও সেখানে সরবরাহ করা হচ্ছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন