You have reached your daily news limit

Please log in to continue


সাধারণ রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিতে রিট

ঢাকা: মহামারি করোনা ভাইরাসের সময় হাসপাতালে সাধারণ রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিতের নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে। জাস্টিস ওয়াচ ফাউন্ডেশনের পক্ষে এ রিট করেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক আইনজীবী মাহফুজুর রহমান মিলন। রোববার (১৪ জুন) বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চ্যুয়াল বেঞ্চে রিটটি কার্যতালিকাভূক্ত রয়েছে। আইনজীবী মাহফুজুর রহমান মিলন বলেন, রোগীদের ফিরিয়ে না দিতে সরকারের দুটি নির্দেশনা রয়েছে। এরপরও সাধারণ রোগীদের ফিরিয়ে দেওয়ার খবর গণমাধ্যমে আসছে। যেমন ধরেন- কারো কিডনি রোগ, সাধারণ জ্বর কিংবা ক্যান্সারের রোগী অথবা ডায়াবেটিসের রোগী। তারা তো নিয়মিত চিকিৎসার জন্য হাসপাতালে যাবেন। কিন্তু এ অবস্থায় তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। তাই এসব সাধারণ রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিতে এ রিট করা হয়েছে।  গত ১১ মে একটি নির্দেশনায় সরকারি হাসপাতালের উদ্দেশে বলা হয়, করোনা কোভিড-১৯ সংক্রমণের পর থেকে সরকারি হাসপাতালে সাধারণ রোগীদের চিকিৎসাসেবা প্রাপ্তির ক্ষেত্রে নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছে। এছাড়া দীর্ঘদিন ধরে কিডনি ডায়ালাইসিস, হৃদরোগ, ক্যান্সার এবং অন্যান্য জটিল রোগের চিকিৎসা গ্রহণকারীরা সংশ্লিষ্ট সরকারি হাসপাতালে চিকিৎসা গ্রহণে বাধার সম্মুখীন হচ্ছেন। এ সব রোগের চিকিৎসা অব্যাহত রাখার বিষয়ে বিভিন্ন সময় মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর থেকে একাধিকবার নির্দেশনা জারি হয়েছে। এমতাবস্থায় সরকারি হাসপাতালে সাধারণ রোগীদের স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য নিম্নোক্ত নির্দেশনা নির্দেশক্রমে জারি করা হয়েছে। সব সরকারি হাসপাতালের কোভিড-১৯ সন্দেহে আগত রোগীদের চিকিৎসার জন্য পৃথক ব্যবস্থা নিশ্চিত করতে হবে। চিকিৎসা সুবিধা থাকা সত্ত্বেও জরুরি চিকিৎসার জন্য আগত কোনো রোগীকে কোনোভাবেই ফেরত দেওয়া যাবে না। রেফার করতে হলে স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড হাসপাতাল নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ করে রোগীর চিকিৎসার বিষয়টি সুনিশ্চিত করে রেফার করতে হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন