আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বৃত্তি নিয়ে ফ্রান্সে থাকা বাংলাদেশের সাঁতারু আরিফুল ইসলাম অসুস্থ হয়ে পড়েছেন। গত কয়েকদিন ধরেই আরিফুলের প্রচন্ড জ্বর। শরীরও প্রচন্ড ব্যাথা। বেশ কয়েকবার বমিও করেছেন।
সব রকম উপসর্গ থাকায় শেষ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন কিনা তা নিয়ে সংশয়ে আছেন বাংলাদেশ নৌবাহিনীর সাঁতারু। এরই মধ্যে করোনা পরীক্ষা করতে দিয়েছেন তিনি। তবে এখনও কোনো ফল পাননি।
ফ্রান্স থেকে মুঠোফোনে আরিফুল বলছিলেন, 'কয়েকদিন আগে সুইমিং ক্লাব থেকে ফেরার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়ি। কাঁপুনি দিয়ে জ্বর আসে। শরীরও প্রচন্ড ব্যাথা ছিল। এর মধ্যে এক রাতে জ্বর ওঠে ১০২ ডিগ্রি। আমার করোনা হয়েছে কিনা তা জানতে ডাক্তারের পরামর্শে পরীক্ষা করিয়েছি। এখনও সেটার ফল হাতে পাইনি। এখন অবশ্য একটু ভালো আছি। যদিও মুখে কোনো রুচি নেই। খাবার খেতে পারছি না। এখন ডাক্তারের পরামর্শ মতোই বাইরে বের হচ্ছি না।'