ই-নথির দাপ্তরিক কাজে জামালপুর জেলা প্রথম

কালের কণ্ঠ প্রকাশিত: ১৩ জুন ২০২০, ০৯:০৩

ই-নথিতে বা অনলাইনে দাপ্তরিক কাজ সুচারুভাবে সম্পন্ন করে ভোগান্তি কমিয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারের সেবা পৌঁছে দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে জামালপুর। গত এপ্রিল মাসের ই-নথির দাপ্তরিক কাজের মূল্যায়নের ভিত্তিতে মন্ত্রিপরিষদ বিভাগ গত বুধবার জামালপুর জেলাকে বি-ক্যাটাগরির ২৭টি জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে বলে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে।

সূত্র জানায়, জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক এই জেলায় দায়িত্বভার গ্রহণ করেন ২০১৯ সালের ২৬ আগস্ট। তখন ডিজিটাল পদ্ধতিতে ই-নথি ব্যবস্থাপনার মাধ্যমে নাগরিকদের সেবাদান ও দাপ্তরিক কাজ সম্পাদনায় জামালপুর জেলা ছিল ২৭টি জেলার মধ্যে ২৬তম অবস্থানে।

জেলা প্রশাসকের গতিশীল নেতৃত্ব, উদ্ভাবনী বিভিন্ন কলাকৌশলসহ ডিজিটাল নথির মাধ্যমে দাপ্তরিক কাজ সম্পাদনায় ই-নথি কার্যক্রমে সফলতা পাওয়া গেছে। সর্বশেষ গত এপ্রিল মাসের ই-নথির দাপ্তরিক কাজের মূল্যায়নের ভিত্তিতে মন্ত্রিপরিষদ বিভাগ গত বুধবার (১০) জুন জামালপুর জেলাকে বি-ক্যাটাগরির ২৭টি জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে বলে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। ই-নথি কার্যক্রমে জামালপুর জেলা প্রথম স্থান অধিকার করায় জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক তার কার্যালয়ের সকল বিভাগের কর্মকর্তা-কর্মচারীকে ধন্যবাদ জানিয়েছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us