এক বেদানার্ত কৃষ্ণকলিবসন্ত এখন তার পূর্ণ রূপ মাধুরী নিয়ে টরন্টো শহরের প্রকৃতিতে উপস্থিত। সকালগুলো কী উজ্জ্বল আলোতে মাখানো থাকে। কিন্তু বসন্ত বাতাসের সকালের সোনা রোদ গায়ে লাগাতে না লাগাতে আমাদের সনোগ্রাফারদের ছুটতে হয় আলো-আঁধার রুমের অন্য এক জগতে। রোগীদের সঙ্গে কাটানো দিনগুলো যেন মেঘ রোদ্দুর খেলা আমাদের জীবনে। অভিবাসী অধ্যুষিত টরন্টো শহরে কাজ করতে এসে কত শত লোকের সঙ্গে রোজ পরিচয় হয়। নানা রং,...