পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের লোহাগড়া উপজেলায় তিন ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় খুনিদের ফাঁসির দাবিতে লাশ নিয়ে জেলা সদর ও লোহাগড়ায় ঝাড়ু মিছিলসহ বিক্ষোভ সমাবেশ হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) দুপুর ২টার দিকে লোহাগড়া উপজেলা সদরের লক্ষীপাশা এলাকায় এ বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এসময় তিন ব্যক্তিকে কুপিয়ে হত্যার জন্য গন্ডব গ্রামের বাসিন্দারা নড়াইল জেলা পরিষদ সদস্য সুলতান মাহমুদ বিপ্লবকে হুকুমদাতা হিসেবে দায়ী করেন এবং তারসহ হত্যার ঘটনায় সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মিছিল ও সমাবেশে নিহতের স্বজনরাও অংশ নেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাশিপুর ইউনিয়নের গন্ডব গ্রামে দীর্ঘদিন ধরে মিরাজ মোল্যার লোকজনের সঙ্গে এবং নড়াইল জেলা পরিষদ সদস্য সুলতান মাহমুদ বিপ্লবের লোকজনের পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল।
এ বিরোধের জের ধরে দু’গ্রুপের লোকজন বুধবার দুপুর ৩টার দিকে ঢাল, সড়কি, রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে গন্ডব গ্রামের গো-হালট নামক স্থানে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে ওই গ্রামের মিরাজ মোল্যার পক্ষের হাবিবুর রহমান ওরফে হাবিল মোল্যা (৫২), মোকতার মোল্যা (৬০) ও রফিকুল ইসলাম (৩২) নিহত হন।
নড়াইল সদর হাসপাতালে তিন লাশের ময়না তদন্ত শেষে বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে লাশ বুঝে নেন নিহতদের স্বজনরা। এরপর তারাসহ গ্রামবাসীরা লোহাগড়া উপজেলা সদরে তিন লাশ কাঁধে নিয়ে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেন।