আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের গণ্ডব গ্রামে প্রতিপক্ষের হামলায় আপন চাচা-ভাতিজাসহ একই পক্ষের তিনজন নিহত হয়েছেন। আজ বুধবার এ ঘটনা ঘটে। এ হামলায় অন্তত ১৫ জন আহত হয়েছে। নিহতরা হলেন চাচা মুক্তার মোল্যা (৬০) ও ভাতিজা আমিনুর রহমান হাবিব (৫৫) এবং রফিকুল ইসলাম (৩০)।
পুলিশ ও এলাকাবাসী জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গণ্ডব গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদের সদস্য মিরাজ মোল্যা এবং জেলা পরিষদ সদস্য সুলতান মাহমুদ বিপ্লবের পক্ষের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব-সংঘাত চলে আসছে। এরই ধারাবাহিকতায় দুইপক্ষের লোকজন প্রায়ই দ্বন্দ্ব-সংঘাতে জড়িয়ে পড়ে।
আজ দুপুরে মিরাজ মোল্যার সমর্থক খালিদ বাজারে যাওয়ার পথে গণ্ডব গ্রামের বটতলায় তাকে হাতুড়ি পেটাসহ মারধর করে প্রতিপক্ষ সুলতান মাহমুদ বিপ্লবের পক্ষের লোকজন। মিরাজ মোল্যার লোকজন এ ঘটনার প্রতিবাদ করলে প্রতিপক্ষ বিপ্লবের লোকজন তাদের ওপর ধারালো অস্ত্র ও লাঠিসহ হামলা চালায়।
হামলায় চাচা মুক্তার মোল্যা, ভাতিজা আমিনুর রহমান ও রফিকুল ইসলামসহ মিরাজ মোল্যার পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহতদের নড়াইল সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক চাচা মুক্তার মোল্যা ও ভাতিজা আমিনুর রহমান হাবিবকে মৃত ঘোষণা করেন।