অরেঞ্জ ললি আইসক্রিম বানিয়ে ফেলুন ঘরেই

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১০ জুন ২০২০, ১২:০০

গ্রীষ্মের প্রচণ্ড গরমে স্বস্তি পেতে ঘরেই বানিয়ে ফেলুন অরেঞ্জ ললি আইসক্রিম। একেবারেই দোকানের মতো স্বাদে বানিয়ে ফেলতে পারেন এই ললি। জেনে নিন কীভাবে বানাবেন।উপকরণ কর্ন ফ্লাওয়ার- ১ টেবিল চামচ কমলা- ১টি চিনি- ১/৩ কাপ ট্যাং- ১/৪ কাপপ্রস্তুত প্রণালি একটি বাটিতে ৩ টেবিল চামচ পানি দিয়ে কর্ন ফ্লাওয়ার গুলে নিন।

কমলা থেকে রস বের করে রাখুন। ২ কাপ নরমাল পানির সঙ্গে চিনি ও ট্যাং মিশিয়ে চুলায় বসিয়ে দিন। চিনি গলে যাওয়া পর্যন্ত জ্বাল করুন। চিনি গলে গেলে গুলে রাখা কর্ন ফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে দিন ধীরে ধীরে। অনবরত নাড়তে থাকুন। ২ থেকে ৩ মিনিটের মধ্যে ঘন হয়ে যাবে মিশ্রণ। বেশি ঘন করবেন না। চুলা থেকে নামিয়ে ছেঁকে নিন।

ঠাণ্ডা হলে কমলার রস মেশান। একটি ঢাকনাযুক্ত বক্সে মিশ্রণটি ডিপ ফ্রিজে রেখে দিন। ৩ ঘণ্টা পর বের করে চামচ দিয়ে নেড়ে ব্লেন্ড করে নিন। এতে আইসক্রিমে বরফ কুচি জমে থাকবে না। ব্লেন্ড করা মিশ্রণ আইসক্রিমের ছাঁচে ঢালুন। একেবারে দোকানের মতো ললি চাইলে আইক্রিমের কাঠি বসিয়ে দিন উপরে। তার আগে ফয়েল দিয়ে ঢেকে নেবেন যেন কাঠি নড়ে না যায়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us