গৃহকর্মীকে ছাদ থেকে ফেলে হত্যা, মরদেহ গুমের অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে

সময় টিভি প্রকাশিত: ০৯ জুন ২০২০, ১৮:৪০

পাবনার মহেন্দ্রপুরে এক গৃহকর্মীকে নির্যাতনের পর চারতলা থেকে ফেলে হত্যার অভিযোগ উঠেছে বাড়ির মালিকের বিরুদ্ধে। মঙ্গলবার (৯ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মালেকা খাতুন (৩০) সদর উপজেলার লোহাগাড়া চমরপুর এলাকার বাসিন্দা।

স্থানীয়দের বরাত দিয়ে ঘটনাস্থল থেকে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মহেন্দ্রপুর এলাকার স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল আলিমের বাড়িতে মোবাইল ফোন হারানোকে কেন্দ্র করে তার স্ত্রী লাকি খাতুন ও লাকির মা এই নির্যাতন চালান। পরে ছাদ থেকে ফেলে তাকে হত্যা করা হয় বলেও জানান তিনি।

এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে পরিবারের সঙ্গে আলাপ করে জানতে পারি নিহত ওই কাজের মহিলা ছাদে কাপড় শুকাতে দিতে গিয়ে নিচে পড়ে গিয়ে মারা যান। বাড়ির মালিক আব্দুল আলিমের কোনো পদ পদবি নিশ্চিত না হলেও তিনি এলাকায় আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচিত। প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদ থেকে ফেলে দিয়ে হাসপাতালে নেয়ার নামে তালবাহানা করে বিভিন্ন স্থানে ঘোরানোর পর নিহতের গ্রামের বাড়িতে মরদেহ রেখে আসা হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us