শিশুর শরীরে বিষাক্ত ইনজেকশন পুশ, রিমান্ডে খুকি

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৯ জুন ২০২০, ১৭:৩৯

লক্ষ্মীপুরে দেড় বছরের শিশু হাবিবুর রহমানের শরীরে বিষাক্ত ইনজেকশন পুশ করার ঘটনায় করা মামলার আসামি খুকি বেগমের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (০৯ জুন) বিকেলে লক্ষ্মীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ আবদুল কাদের এ আদেশ দেন।আসামিকে রিমান্ডে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী রাসেল মাহমুদ মান্না। তিনি বলেন, সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান আসামি খুকির পাঁচদিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। আদালতের বিচারক আবেদনটি আমলে নিয়ে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এদিকে, আসামি খুকির ফাঁসির দাবিতে ৫ জুন সকালে সদর উপজেলার মাছিমনগর এলাকায় লক্ষ্মীপুর-রামগঞ্জ আঞ্চলিক সড়কের ওপর মানববন্ধন করা হয়।

পুলিশ জানায়, নাতি হাবিবের শরীরে বিষাক্ত ইনজেকশন দেয়ার অভিযোগে দাদা লাতু মিয়া ২৮ মে সন্ধ্যায় সদর মডেল থানায় মামলা করেন। এতে খুকি বেগমকে একমাত্র আসামি করা হয়। রাতেই পুলিশ অভিযান চালিয়ে সদর উপজেলার চর পার্বতীনগর গ্রামের বাড়ি থেকে খুকিকে গ্রেফতার করে। খুকি সদর উপজেলার চর পার্বতীনগর গ্রামের আবুল কাশেমের স্ত্রী।

প্রসঙ্গত, শিশু হাবিব একই গ্রামের মো. নুর নবীর ছেলে। গত ১১ মে বিকেলে কৌশলে শিশুটিকে ঘরে নিয়ে খুকি তিনটি বিষাক্ত ইনজেকশন পুশ করেন। পরে চিৎকার শুনে মা শামছুননাহার শিশুটিকে খুকির ঘর থেকে উদ্ধার করেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us