‘গুলাবো সিতাবো’র গল্প চুরি করার অভিযোগ, কী বললেন চিত্রনাট্যকার?
প্রকাশিত: ০৯ জুন ২০২০, ১৬:০১
অমিতাভ বচ্চন অভিনীত সিনেমা ‘গুলাবো সিতাবো’র গল্প চুরি অভিযোগ আনা হয়েছে চিত্রনাট্যকার জুহি চতুর্বেদীর বিরুদ্ধে। অভিযোগ এনেছেন প্রয়াত লেখক রাজীব আগরওয়ালের ছেলে আকিরা। তার দাবি ‘গুলাবো সিতাবো’র গলপ বাবা রাজীব আগরওয়ালের লেখা। আকিরার আইনজীবী রিজওয়ান সিদ্দিকি জানিয়েছেন, রাজীব আগরওয়ালের গল্পটির নাম ছিল ‘১৬ মোহনদাস লেন’।
এই গল্পটি তিনি সিনস্টান ইন্ডিয়া স্টোরিটেলার চিত্রনাট্য প্রতিযোগিতায় জমা দিয়েছিলেন। যেটি পরিচালনা করে চিত্রনাট্য সমিতি। সে সংস্থার অন্যতম সদস্য জুহি চতুর্বেদী। আর সে কারণে জুহি গল্পটির বিষয়ে জানতেন। তিনি এই গল্পটি চুরি করেছেন। যদিও চিত্রনাট্যকার জুহি চতুর্বেদী তার বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, গুলাবো সিতাবোর গল্প সম্পূর্ণ আমার লেখা। আর এই গল্পটি নিয়ে আমি গর্বিত। আমি ২০১৭ সালের শুরুর দিকে পরিচালককে গল্পটা বলেছিলাম। ২০১৮ সালে আমি গল্পটি রেজিস্ট্রেশন করাই।
এদিকে সিনেস্টান চিত্রনাট্য প্রতিযোগিতার জুরি চেয়ারম্যান অঞ্জুম রাজাবলি জানিয়েছেন, জুহি কোনোভাবেই রাজীব আগরওয়ালের গল্পের কথা জানতেন না। ওই প্রতিযোগিতা তিনটে স্টেজে ভাগ করে দেয়া হয়েছিল। ওখানে জুরিদের মধ্যে আমির খান, রাজকুমার হিরানিরাও ছিলেন। জুহি শুধুমাত্র প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ৮টি চিত্রনাট্যই হাতে পেয়েছিলেন। এর বাইরে কোনো চিত্রনাট্যই উনি পড়েননি। প্রসঙ্গত, এর আগে সুজিত সরকার পরিচালিত ‘ভিকি ডোনার’, ‘অক্টোবর’, ‘পিকু’র মত ছবির গল্পও লিখেছেন জুহি চতুর্বেদী।