কম-বেশি আমরা সবাই প্রস্রাবে জ্বালাপোড়া বা ইউরিন ইনফেকশনের যন্ত্রণা সহ্য করে থাকি। এতে নারী কিংবা পুরুষ উভয়ই আক্রান্ত হয়ে থাকে। তবে নারীদের এই সমস্যাটি বেশি হয়ে থাকে। এই ইউরিন ইনফেকশনে আক্রান্ত হলে অনেকেই ভয় পেয়ে যান। আসলে এতে ভয় পাওয়ার কিছু নেই। প্রসাবে জ্বালাপোড়া মূলত একটি উপসর্গ।
এটি কোনো রোগ নয়। সাধারণত ব্যাকটেরিয়া সংক্রমণ হলে এটি হয়ে থাকে। আবার ছত্রাক বা ফাঙ্গাস দ্বারা আক্রান্ত হলেও এই সমস্যা হয়।
ইউরিন ইনফেকশনের কিছু সাধারণ লক্ষণ রয়েছে। এসব লক্ষণ দেখা দিলে সহজেই বুঝতে পারবেন যে প্রসাবে জ্বালাপোড়ার সমস্যাটি হচ্ছে। চলুন জেনে নেয়া যাক সেই লক্ষণগুলো- > প্রসাবের সময় প্রচন্ড পেট ব্যথা এবং পিঠের পেছনে ব্যথা অনুভূত হবে। > প্রসাবের বেগ আসা স্বত্বেও পর্যাপ্ত পরিমানে প্রসাব না হওয়াও এই উপসর্গের একটি লক্ষণ। > তাছাড়া গন্ধযুক্ত ও ঘোলাটে এবং লাল রঙ সমন্বিত প্রসাবও হয়ে থাকে। এই জ্বালাপোড়া অতি মাত্রায় বেড়ে গেলে জীবাণু দেহের অভ্যন্তরে ছড়িয়ে পরে এবং কিডনিতে গিয়ে পাথর সৃষ্টি করে ফেলে।