কুকুরের তাড়া খেয়ে কুয়ায়, ব্রিটিশ যুবকের অনিশ্চয়তার ছয় দিন
প্রকাশিত: ০৮ জুন ২০২০, ২২:৩৬
কুকুরের তাড়া খেয়ে চার মিটার গভীরের একটি কুয়ায় পড়ে টানা ছয়দিন অনিশ্চয়তার ছিলেন এক ব্রিটিশ যুবক। সৌভাগ্য গুণে নিশ্চিত মৃত্যু থেকে অলৌকিকভাবে বেঁচে গেছেন তিনি। সম্প্রতি ইন্দোনেশিয়ার পর্যটন দ্বীপ বালির এক গ্রামের কুয়ায় ঘটনাটি ঘটে। এএফপি-এর বরাতে বিবিসি জানায়, কুকুরের তাড়া খেয়ে একটি গভীর কুয়ায় পড়ে যান ব্রিটিশ যুবক জ্যাক রবার্টস।
ওই সময় সেই কুয়াতে তখন বেশি পানি ছিল না। কুয়ায় পড়ার পর রবার্টস নিজের পা ভাঙার বিষয়টি টের পান। পা নাড়ানোর সক্ষমতাও হারিয়ে ফেলেন তিনি। পরে টানা ছয়দিন কুয়ার ভেতরেই ছিলেন রবার্টস।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, কুয়ায় পানির পরিমাণ কম থাকায় এতদিন বেঁচে থাকতে পেরেছেন উদ্ধার হওয়া রবার্টস। গত শনিবার কুয়ায় ষষ্ঠ দিন অতিবাহিত করছিলেন তিনি। মৃত্যুর খুব কাছাকাছি ছিলেন। কারণ এতদিন কুয়ার পানি পানে বেঁচে ছিলেন। ভাগ্যক্রমে শনিবার সকালে কুয়ার পাশে একটি গরু চরাতে নিয়ে আসে রাখাল। তখন রবার্টস চিৎকার দিলে সেই শব্দ শুনতে পায় রাখাল।