বাল্য বিয়ে থেকে রক্ষা পেল ৮ম শ্রেণির ছাত্রী, বাবাকে জরিমানা

ইত্তেফাক প্রকাশিত: ০৮ জুন ২০২০, ২১:১৬

স্কুল পড়ুয়া এক শিক্ষার্থীর বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছে নেত্রকোনার মদন উপজেলা প্রশাসন। অল্প বয়সে মেয়েকে বিয়ে দেওয়ার চেষ্টা করায় তার বাবাকে নগদ দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার ( ৮ জুন) উপজেলার দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে। এলাকার বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রীর সঙ্গে একই গ্রামের এক যুবকের আয়োজন চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনা স্থলে পৌঁছলে বর পক্ষের লোকজন পালিয়ে যায়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আতিকুল ইসলাম জানান, দৌলতপুর গ্রামের একটি বাল্য বিয়ে বন্ধ করে দেয়া হয়েছে। এ সময় ছাত্রীর বাবাকে ২০০০ হাজার টাকা জরিমানা এবং উভয় পক্ষ থেকে প্রাপ্ত বয়স্ক না হাওয়া পর্যন্ত বিয়ে না দেয়ার জন্য মুচলেকা নেয়া হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us