মাত্র পাঁচ টাকায় পেট ভরে খাবার! তাও আবার ভুনা খিচুড়ি আর মুরগির মাংস। অবিশ্বাস্য মনে হলেও জামালপুরে এমনই খাবার বিক্রি করছে ‘আমরা’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। নামমাত্র মূল্যে পথশিশু ও দরিদ্রদের মাঝে এ খাবার বিক্রি করে সংগঠনটি।
শুক্রবার থেকে শুরু হওয়া এ কার্যক্রম তিন মাস ধরে চালানোর ঘোষণা দিয়েছে সংগঠনের নেতারা। ওই দিন দুপুরে জামালপুর রেলস্টেশন এলাকায় ভুনা খিচুড়ি, মুরগির মাংস, পানি, গ্লাস ও প্লেট নিয়ে হাজির হন সংগঠনটির সদস্যরা।
এদিকে এক বেলা উন্নত মানের খাবারের জন্য রেলস্টেশন এলাকায় জড়ো হন ছিন্নমূল শিশু, কিশোর ও নারী-পুরুষ। কিন্তু এ খাবার কিনতে প্রয়োজন পাঁচ টাকা। যা উপস্থিত অনেকের কাছেই ছিল না। পরে সংগঠনের কেউ কেউ পাঁচ টাকা করে দিয়ে তাদের খাবারের ব্যবস্থা করেন।
এ সময় তারা সামাজিক দূরত্ব মেনেই লাইনে দাঁড়ান। খাবারের ডেকের সামনে দাঁড়ানো সংগঠনের সদস্য আতাউর রহমান। তার হাতে পাঁচ টাকা দিলেই মিলছে এক প্লেট খাবার। অনেকেই প্রথম প্লেটের খাবার শেষ করে দ্বিতীয়বারও নেন। দ্বিতীয়বারের জন্য কোনো টাকা লাগে না।