শ্রমিক ছাঁটাই নয়, কমতে পারে কর্মসংস্থান

সময় টিভি প্রকাশিত: ০৭ জুন ২০২০, ০৯:৩৭

শ্রমিক ছাঁটাই নয়, বরং কমে যেতে পারে পোশাক খাতের কর্মসংস্থান। ১ জুন থেকে শ্রমিক ছাঁটাই করতে পোশাক মালিকরা বাধ্য হবেন-এমন ঘোষণার পর নানা সমালোচনার মুখে সংগঠন প্রধানের বক্তব্য থেকে সরে এসে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়েছে বিজিএমইএ। এতে বলা হয়, ছাঁটাইয়ের কোনো ঘোষণা সংগঠন থেকে দেয়া হয়নি। এদিকে ব্যবসায়ীরা বলছেন, শ্রমিকদের যেন চাকরি হারাতে না হয় সে জন্য রফতানি বাজার নিয়ে কাজ করছেন তারা। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা মনে করেন, কর্মসংস্থান নিয়ে বড় কোনো সমস্যা হবে না। 

এভাবেই বৃহস্পতিবার (৪ মে) এক ভিডিও কনফারেন্সে বিজিএমইএ সভাপতির বক্তব্যে উঠে আসে শ্রমিক ছাঁটাইয়ের কথা। সরকারের থেকে স্বল্প সুদে সহজ শর্তের ঋণ সুবিধা পাওয়ার পরও এমন বক্তব্যে শুরু হয় নানা সমালোচনা। এমনই প্রেক্ষাপটে সেদিনের বক্তব্যের সংশোধনী দিয়ে বার্তা পাঠায় সংগঠনটি। এতে বলা হয়, বিজিএমএই সভাপতি শ্রমিক ছাঁটাইয়ের ঘোষণা দেননি। সংগঠন হিসেবে এমন ঘোষণা দেয়ার সুযোগ নেই। বরং শ্রমিক ছাঁটাইয়ের আশঙ্কা প্রকাশ করেছেন।

এদিকে সংকট মানলেও ব্যবসায়ীরা সম্ভাবনা দেখে কাজ করছেন বাজার ধরে রাখতে। আগামী মাসের মাঝামাঝি পুরোটা বোঝা যাবে সংকট কতটা গভীর হচ্ছে না-কি উঁকি দিচ্ছে নতুন বাজারের সম্ভাবনা। এ সময়ের মধ্যে কোনো শ্রমিক চাকরি হারালে সক্ষম অন্য কারখানায় কাজের সুযোগ পাবেন বলে মনে করেন মালিকপক্ষ। টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ হিল রাকিব বলেন, ওয়ার্কারদের তো আমরাই স্কিলড বানিয়েছি, এখন কেন তাকে হারাতে চাইব, আমি তো হারাতে চাই না।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us