গত ২৪ ঘণ্টায় পরীক্ষা হয়নি ৩ ল্যাবে, যুক্ত হলো আরেকটি

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৬ জুন ২০২০, ১৫:২৭

দেশে করোনাভাইরাস শনাক্তে যুক্ত হয়েছে আরও একটি পিসিআর ল্যাব। সেটি স্থাপন করা হয়েছে বগুড়ায় টিএমএসএস মেডিকেল কলেজ ও রাফাত উল্লাহ কমিউনিটি হাসপাতালে। তবে গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ ৩টি পিসিআর ল্যাবে করোনা শনাক্তের পরীক্ষা বন্ধ ছিল।

শনিবার (৬ জুন) দুপুরে করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।তিনি বলেন, ‘আজকে ৫০টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। আজকে আরেকটি নতুন পরীক্ষাগার বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ ও রাফাত উল্লাহ কমিউনিটি হাসপাতালের ল্যাব যুক্ত হয়েছে।’

আগের ল্যাবগুলোর মধ্যে কারিগরি ত্রুটির জন্য কক্সবাজারের ও শেখ হাসিনা মেডিকেল কলেজের ল্যাবের কারগরি ত্রুটির কারণে বন্ধ আছে। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ল্যাব রিফ্রেশের জন্য গতকাল পরীক্ষা কার্যক্রম বন্ধ রেখেছিল বলেও জানান নাসিমা সুলতানা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us