রাজবাড়ীতে ১৫ দিন পর স্কুলছাত্রের লাশ উত্তোলন, নির্যাতনের ভিডিও প্রকাশ

আরটিভি প্রকাশিত: ০৬ জুন ২০২০, ১২:৪৩

রাজবাড়ীতে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া স্কুলছাত্র অংকন দত্তের (১৩) মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী পৌর মহাশ্মশানের সমাধি থেকে উত্তোলন করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মরদেহটি উত্তোলন করা হয়। স্কুল ছাত্র অংকন রাজবাড়ী পৌর এলাকার ভাজনাচালার বিপ্লব দত্তের ছেলে এবং সে অংকুর স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র।

জানা গেছে, গেল ২১ মে করোনার উপসর্গ নিয়ে মারা যায় অংকন। তখন তার নমুনা সংগ্রহের পর রাজবাড়ী পৌর মহাশ্মশানের সমাহিত করা হয়। ২৪ মে অংকনের করোনার রিপোর্ট নেগেটিভ আসে। ওই দিন অংকনকে নির্যাতন করা হচ্ছে এমন একটি ভিডিও দেখে তার বাবা দাবি করেন নির্যাতনের কারণেই তার ছেলে অংকনের মৃত্যু হয়েছে এবং গত ২৯ মে রাতে রাজবাড়ী সদর থানায় ভাজনচালা এলাকার তিনজনকে আসামি করে অংকনের বাবা বিপ্লব দত্ত একটি মামলা দায়ের করেন। যার প্রেক্ষিতে শুক্রবার সকাল ১১টার দিকে রাজবাড়ী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিবুল্লাহর উপস্থিতিতে অংকনের লাশ উত্তোলন করে ময়নাতদন্তের পর আবার সমাহিত করা হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us