ময়মনসিংহে ৬০০ ছাড়ালো করোনা আক্রান্তের সংখ্যা, ৫৭ শতাংশই সদরে

আরটিভি প্রকাশিত: ০৫ জুন ২০২০, ১৯:৫৯

গেল ২৪ ঘণ্টায় ময়মনসিংহে এক স্বাস্থ্যকর্মীসহ ২৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এনিয়ে এ জেলায় মোট ৬০২ জন করোনায় আক্রান্ত হলেন। জানা যায়, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বিভাগের চার জেলার ৫৬৪ জনের মধ্যে ময়মনসিংহ জেলার নমুনা পরীক্ষা করা হয় ৩৮৭ জনের। এতে ২৪ জনে করোনা পজিটিভ আসে। এরমধ্যে ময়মনসিংহ সদরের ২০ জন, ভালুকা উপজেলায় ৩ জন ও নান্দাইল উপজেলায় ১ জন করে রয়েছে।
ঈদ ও লকডাউন খুলে দেয়ার পর থেকে জেলায় কোভিড-19 আক্রান্তের সংখ্যা অনেক বেড়ে গেছে। গত ১০ দিনে ২১২ জন করোনায় আক্রান্ত হয়েছে যা মোট আক্রান্তের ৩৫ শতাংশ। সব মিলিয়ে ৫৭ দিনে আক্রান্ত হয়েছে ৬০২ জন।

ময়মনসিংহের সিভিল সার্জন ডা. মশিউল আলম আরটিভি অনলাইনকে জানান, জেলায় মোট আক্রান্তের ৫৭ শতাংশই সদরে অর্থাৎ জেলার ৬০২ জনের মধ্যে সদরে মোট আক্রান্ত ৩৪৫ জন। এর মধ্যে শুধু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালেই চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন ১৭৮ জন
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us