বখাটেদের বিচারের দাবিতে গাজীপুরের কাপাসিয়ায় শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। উপজেলার তরগাঁও ইউনিয়নের নবীপুর করিমের বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনায় কুহিনুর বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সাদিয়া সুলতানা।
লিখিত বক্তব্য থেকে জানা যায়, তরগাঁও ইউনিয়নের লাহুরী গ্রামের জহিরুল ইসলাম, রুহুল আমীন, আনিছ, সাখাওয়াত, সবুজ ও সাইফুল দীর্ঘদিন যাবত একই গ্রামের ওবায়দুলের মেয়ে সাথী ও সাদিয়াকে স্কুল-কলেজে যাতায়াতের সময় পথ রোধ করে নানা কু প্রস্তাব দেয়। গত ১০ মে বাড়িতে অন্য কেউ না থাকায় আঙ্গিনায় গিয়ে অভিযুক্তরা দুই বোনকে অশালীন ভাষায় গালিগালাজ করে এবং মোবাইলে তাদের ভিডিও ধারণ করে। এ সময় বখাটেরা তাদের প্রস্তাবে রাজি না হলে এডিটিং করে দুই বোনের অশালীন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার এবং যে কোনো সময় দু বোনকে তুলে নেওয়ার অথবা রাতের আঁধারে এসিড নিক্ষেপ করে ঝলসে দেওয়ার হুমকি দেয়।